জ্ঞানের বিকাশ ও আলোকিত মানুষ গড়ার প্রতিশ্রুতি নিয়ে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে জনতাহাট বাজার সংলগ্ন জনতাহাট আদর্শ উচ্চ বিদ্যালয়টি স্থাপিত হয়। আধুনিক ও যুগোপযোগী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জোড়ালো ভূমিকা রাখতে জনতাহাট আদর্শ উচ্চ বিদ্যালয়টি প্রতিজ্ঞাবদ্ধ। সে লক্ষ্যে দক্ষ মানব তৈরী ও সকল শিক্ষার্থীদের সামাজিক বৈষম্য দূরিকরনে জনতাহাট আদর্শ উচ্চ বিদ্যালয়টি অগ্রযাত্রায় কাজ করে যাচ্ছে। শিক্ষাঙ্গানে আলোকিত মানুষ গড়ার পরিবেশ সৃষ্টি, দূর্নীতি, সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গঠনের প্রত্যয় নিয়ে www.Janatahatahs.edu.bd ঠিকানায় ওয়েব সাইট খোলা হয়েছে। এই ওয়েব সাইটের মাধ্যমে বিদ্যালয়ের সকল কার্যক্রমের তথ্য সন্নিবেশিত থাকবে এবং বিদ্যালয়ের সকল তথ্য সকলের জন্য উন্মুক্ত থাকবে। জনতাহাট আদর্শ উচ্চ বিদ্যালয়টি 11/06/1999 ইং তারিখে স্থাপিত হওয়ার পর বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে অত্র এলাকার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। শুধুমাত্র পূথিগত বিদ্যায় নয় সহ পাঠ্যক্রমিক কার্যক্রমে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সুনাম অর্জন করেছে। প্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নতির জন্য এলাকার সুধীজন, অভিভাবকসহ ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও কর্মচারীবৃন্দ সহযোগিতা কামনা করছি।

Copyright 2024 © All Rights Reserved